স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহার করলে গ্রাহকগণ ১% হারে রেয়াত (Rebate) সুবিধা পাবেন।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ (DC) ও পূনরায় সংযোগ (RC) এর জন্য কোন প্রকার চার্জ প্রদান করতে হবে না।
বিদ্যুৎ বিলের কপি প্রাপ্তি ও সংরক্ষণ করার প্রয়োজন হবে না।
স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের ব্যালেন্স শেষ হওয়ার পূর্বে মিটার স্বয়ংক্রিয়ভাবে সংকেত দিবে। এছাড়াও গ্রাহকগণ এসএমএস এর মাধ্যমে অবশিষ্ট ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন।
গ্রাহক যেকোন সময় যে কোন স্থান থেকে প্রয়োজন অনুযায়ী এক বা একাধিকবার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার রিচার্জ করতে পারবেন।
মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে জরুরী ব্যালেন্স এর মাধ্যমে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
গ্রাহকের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ও অন্যান্য সরকারি ছুটির দিন মিটার ব্যাল্যান্স শেষ হলেও ক্রেডিট-এ বিদ্যুৎ সরবরাহ সচল থাকবে এবং অন্যান্য দিন বিকাল ৪টা হতে পরের দিন সকাল ১১টা পর্যন্ত ফ্রেন্ডলি আওয়ার এর সুবিধা পাবে।