নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) যা বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে রয়েছে। রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬টি জেলা নিয়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির কার্যক্রম গত ১লা জানুয়ারী ২০১৮ ইং তারিখে শুরু হয়। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো লিঃ, চাঁপাইনবাবগঞ্জ এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো লিঃ, চাঁপাইনবাবগঞ্জ দপ্তর দুটির মাধ্যমে চাঁপাইনাবাবগঞ্জ জেলার পৌর এলাকায় এবং শহরের আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার নেসকোর আওতাধীন বিভিন্ন জায়গায় বিতরণ উপকেন্দ্র, ৩৩ কেভি লাইন, ১১ কেভি লাইন এবং ১১/০.৪ কেভি লাইন নির্মান করা হয়েছে। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য নয়াগোলা নামক জায়গায় নতুন একটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কাজ চলতি অর্থ বছরে শুরু হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS